Address

54, Siddeshwari Road, Dhaka

Hospital Hours:

24/7 Days

Hot-Line

+8809611622333

Appointment

+88 01789446240

Cancer Early Warning Signs

Cancer Early Warning Signs

Share This Post

Cancer Early Warning Signs

ক্যান্সারঃ প্রাথমিক উপসর্গ

ক্যান্সারে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এক কোটির ও বেশী মানুষের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ক্যান্সার শনাক্ত করা সম্ভব হলে এই রোগের চিকিৎসা করা খুব সহজে সম্ভব হয় এবং এই রোগ থেকে আরোগ্য লাভের সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়।

ক্যান্সারের প্রাথমিক উপসর্গ গুলোর ব্যাপারে সবাই একটু সচেতন হলে ক্যান্সারের চিকিৎসা অনেক সহজ হয়ে যায়। ক্যান্সারের সাধারণত যে সব উপসর্গ আছে সেগুলোর ব্যাপারে বেশীর ভাগ মানুষই সচেতন নয় এমনকি অবগতও নয়।

অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসকের শরনাপন্ন হলে পরীক্ষা-নিরীক্ষা করে ক্যান্সার ধরা পরে। দেখা যায় এই রোগের প্রাথমিক উপসর্গ অনেক আগেই দেখা দিয়েছিল কিন্তু তিনি সেগুলো গুরুত্ব দেন নাই। কিন্তু পরে দেখা গেল ক্যান্সার ইতিমধ্যে তার শরীরে ছড়িয়ে পড়েছে। ফলে তখন আর রোগীকে সুস্থ করে তোলা সম্ভব হয়ে উঠে না। সুতরাং এসব প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।

  • ১. গলা ব্যাথা (চিকিৎসার পর ও ভাল হচ্ছে না) , গলার স্বর পরিবর্তন হওয়া।
  • ২. কোন অস্বাভাবিক রক্তপাত (টয়লেটের সাথে, বমির সাথে, প্র¯্রাবের সাথে রক্ত)
  • ৩. শরীরের যেকোন জায়গায় ব্যথা বা ফোলা।
  • ৪. প্রস্বাব বা পায়খানার পরিবর্তন।
  • ৫. দীর্ঘ মেয়াদী কাশি (দুই/তিন সপ্তাহ্ কাশি যা চিকিৎসার পর ও ভাল হয় না)।
  • ৬. খাবার হজমে সমস্যা বা খাবার গিলতে সমস্যা হয়।
  • ৭. শরীরে যদি কোন তিল বা ক্ষত হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়।
  • ৮. অস্বাভাবিক ওজন হ্রাস।

ডাঃ মোঃ নাহিদ হোসেন

এম.ডি  (মেডিকেল অনকোলজি)

ক্যান্সার মেডিসিন বিশেষজ্ঞ

শেখ হাসিনা ন্যাশনাল মেডিকেল 

ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী।

Share This Post

Subscribe To Our Newsletter

Stay informed and aware by getting regular updates

More To Explore

Cancer Early Warning Signs
Uncategorized

Cancer Early Warning Signs

ক্যান্সারঃ প্রাথমিক উপসর্গ ক্যান্সারে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এক কোটির ও বেশী মানুষের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ক্যান্সার শনাক্ত করা সম্ভব হলে এই রোগের চিকিৎসা

Read More »

Do You Want To Boost Your Business?

drop us a line and keep in touch