ডায়াবেটিস
আপনি জানেন কি, বাংলাদেশে প্রতি ৮ জন গর্ভবতী মায়েদের মাঝে ১ জন গর্ভাবস্থায় নতুন ভাবে ডায়াবেটিস এ আক্রান্ত হয় । কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই রোগটি সঠিক পরীক্ষা ও তার সঠিক মূল্যায়নের অভাবে অনির্ণীত থেকে যায়। আমরা অনেকেই জানি না যে, গর্ভাবস্থায় রক্তে চিনির পরিমাণ কতো হলে তাকে ডায়াবেটিস বলা হয় এবং গর্ভাবস্থায় কোন সময় ও কোন পরীক্ষার মাধ্যমে এই রোগ সঠিকভাবে নির্ণয় করা যায়। ডায়াবেটিসকে খুব সাধারণ রোগ মনে হলেও, গর্ভাবস্থায় মা ও শিশুস্বাস্থ্য ঝুঁকির অন্যতম প্রধান কারন। গর্ভাবস্থায় ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে, বারে বারে গর্ভপাত, শারিরীক ও মানসিক ত্রুটিযুক্ত শিশু জন্ম, অতিরিক্ত ওজনের শিশু, এমনকি সময়ের পূর্বে ছোট ও অপুষ্ট শিশুর জন্ম হতে পারে। অতিরিক্ত ওজনের শিশু জন্মের সময় মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ ও প্রসবের পথে ইনজুরি ও ইনফেকশন হতে পারে। জন্মের পর শিশুর রক্তের চিনির পরিমাণ কমে যেতে পারে, এমনকি সঠিক চিকিৎসা না হলে খিঁচুনি ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা যেতে পারে। ছোট ও অপুষ্টি শিশুর ইনফেকশন হতে পারে, এমনকি নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে।
তাই মা ও শিশুস্বাস্থ্য ঝুঁকি এড়াতে আসুন আমরা সচেতন হই । গর্ভাবস্থায় সঠিক সময়ে সঠিক পরীক্ষার মাধ্যমে রোগ নির্নয় করে শিশু ও মায়ের সুস্থতা নিশ্চিত করি।