Monowara Hospital

থ্যালাসেমিয়া

থ্যালাসেমিয়া নামের রোগের কথা আমরা অনেকেই শুনেছি। এটি একটি রক্তরোগ যা বংশগত ভাবে পিতা-মাতার কাছ থেকে সন্তানের কাছে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের জনগনের মধ্যে এই রোগের বাহক প্রতি ১০০ জনে প্রায় ৭ থেকে ১০ জন।
সন্তান গ্রহণে ইচ্ছুক বা গর্ভবতী মায়ের রক্ত পরীক্ষার মাধ্যমে তিনি এই রোগটির বাহক কিনা তা সহজেই জেনে নেয়া যায়। মা যদি বাহক হন তাহলে বাবার ও রক্ত পরীক্ষা করতে হবে। মা-বাবা দুজনেই যদি বাহক হন তবে অনাগত সন্তানের এ রোগে আক্রান্ত হবার সম্ভবনা শতকরা ২৫ ভাগ। এ রোগে আক্রান্ত হলে শিশুকে সারা জীবন অপরের রক্ত গ্রহণ করে বাঁচতে হয়। রক্তশূন্যতার কারণে এবং বার বার রক্ত গ্রহণের কারণে শরীরে নানা রকম জটিলতা তৈরি হয়। ফলে সন্তান ও বাবা-মার জীবন হয়ে ওঠে দুর্বিষহ।
আপনার অনাগত সন্তান সুস্থ আছে কিনা তা গর্ভস্থ পানি পরীক্ষার মাধ্যমে জেনে নেয়া যায় ।
তাই বাংলাদেশ হাই রিস্ক প্রেগনেন্সি কেয়ার এন্ড রিসার্চ সেন্টার এ আসুন এবং নিশ্চিত হোন আপনার সন্তানের সুস্থতা সম্পর্কে।

Call Now Button